Oviman
Tausif
4:29মন চুরি করে কোথায় হারালে? খুঁজি তোমায় এ মন পাড়াতে (মন পাড়াতে) মন চুরি করে কোথায় হারালে? খুঁজি তোমায় এ মন পাড়াতে (মন পাড়াতে) ভালোবাসা এমনই কি হয়? (হয়) ভালো লাগে না কিছুতেই ব্যাকুল হয়ে থাকি, আকুল হয়ে থাকি ও বন্ধু, তোমার জন্য আমি ব্যাকুল হয়ে থাকি অবুঝ এই হৃদয় আমার (হৃদয় আমার) মানে না বারণ (বারণ) বেঁচে থাকি তোমার স্বপনে (স্বপনে) তুমি যে আমার জীবন (আমার জীবন) ভালোবাসা এমনই কি হয়? (হয়) ভালো লাগে না কিছুতেই ব্যাকুল হয়ে থাকি আকুল হয়ে থাকি ও বন্ধু, তোমার জন্য আমি ব্যাকুল হয়ে থাকি বিবাগী এই মনটা আমার (মনটা আমার) শোনে না শাসন (শাসন) এসো না কাছে ছুটে আমার (ছুটে আমার) তুমি যে সুখের কারণ (সুখের কারণ) ভালোবাসা এমনই কি হয়? ভালো লাগে না কিছুতেই ব্যাকুল হয়ে থাকি, আকুল হয়ে থাকি ও বন্ধু, তোমার জন্য আমি ব্যাকুল হয়ে থাকি মন চুরি করে কোথায় হারালে? খুঁজি তোমায় এ মন পাড়াতে (মন পাড়াতে) মন চুরি করে কোথায় হারালে? খুঁজি তোমায় এ মন পাড়াতে (মন পাড়াতে) ভালোবাসা এমনই কি হয়? ভালো লাগে না কিছুতেই ব্যাকুল হয়ে থাকি আকুল হয়ে থাকি ও বন্ধু, তোমার জন্য আমি ব্যাকুল হয়ে থাকি