Darao Bondhu Solo

Darao Bondhu Solo

Tausif

Альбом: Valobasar Bayna
Длительность: 4:51
Год: 2019
Скачать MP3

Текст песни

দাঁড়াও, বন্ধু, একটু দাঁড়াও
মন ধরেছে বায়না
রোদের গায়ে বৃষ্টি দেখে
ছাড়তে যে মন চায় না

ভালো ভালো লাগে ভালো
ফোঁটা ফোঁটা সুখ
আরো ভালো লাগে ভালো
না ফোটা অসুখ

দাঁড়াও, বন্ধু, একটু দাঁড়াও
ছাড়তে যে মন চায় না
বাসবো ভালো, বাসবো রে ভালো
মন ধরেছে বায়না

তোর কাছে বলার কিছু আছে
তোকে নিয়ে আমার স্বপ্ন বাঁচে
তোর কাছে বলার কিছু আছে
তোকে নিয়ে আমার স্বপ্ন বাঁচে

বাসবো ভালো, বাসবো রে ভালো
মন ধরেছে বায়না
দাঁড়াও, বন্ধু, একটু দাঁড়াও
ছাড়তে যে মন চায় না

কিছুটা সময় হোক না প্রণয় চোখে চোখে
কিছুটা সময় হোক না প্রলয় দু'টি বুকে
কিছুটা সময় যাক না উড়ে দু'টি প্রাণে
কিছুটা সময় থাক না পড়ে অভিমানে

তোর কাছে বলার কিছু আছে
তোকে নিয়ে আমার স্বপ্ন বাঁচে
তোর কাছে বলার কিছু আছে
তোকে নিয়ে আমার স্বপ্ন বাঁচে

বাসবো ভালো, বাসবো রে ভালো
আয় না, কাছে আয় না
দাঁড়াও, বন্ধু, একটু দাঁড়াও
ছাড়তে যে মন চায় না

কিছু কিছু ভুল হোক না এখন মনে মনে
কিছু কিছু ফুল ফুটে যাক আনমনে
কিছু কিছু দান হোক না প্রতিদান আহ্লাদে
কিছু কিছু মান হোক অভিমান অপবাদে

তোর কাছে বলার কিছু আছে
তোকে নিয়ে আমার স্বপ্ন বাঁচে
তোর কাছে বলার কিছু আছে
তোকে নিয়ে আমার স্বপ্ন বাঁচে

বাসবো ভালো, বাসবো রে ভালো
আয় না, কাছে আয় না
দাঁড়াও, বন্ধু, একটু দাঁড়াও
ছাড়তে যে মন চায় না

দাঁড়াও, বন্ধু, একটু দাঁড়াও
মন ধরেছে বায়না
রোদের গায়ে বৃষ্টি দেখে
ছাড়তে যে মন চায় না