Aaina Mon Bhanga
Zubeen Garg, Jeet Gannguli, & Priyo Chattopadhyay
4:27যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর জেগে রয়েছি রাতভর আমি তো হয়ে গেছি তোর আমি তো হয়ে গেছি তোর আমি তো হয়ে গেছি তোর খুদা জানে খুদা জানে খুদা জানে খুদা জানে যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর জেগে রয়েছি রাতভর আমি তো হয়ে গেছি তোর আমি তো হয়ে গেছি তোর খুদা জানে খুদা জানে খুদা জানে খুদা জানে কেনো মনের কিনারায় আসে ঢেউ কেনো বুকের বাসাটায় আসে কেউ মেলেনি তার উত্তর আমি তো হয়ে গেছি তোর জেগে রয়েছি রাতভর আমি তো হয়ে গেছি তোর আমি তো হয়ে গেছি তোর খুদা জানে খুদা জানে খুদা জানে খুদা জানে কোথায় পাবো বল কোনখানে তুই কোথায় তোর দেশ আজ যাবই ভেবেই কেটেছে প্রহর আমি তো হয়ে গেছি তোর জেগে রয়েছি রাতভর আমি তো হয়ে গেছি তোর খুদা জানে খুদা জানে খুদা জানে খুদা জানে