Jar Keu Nei

Jar Keu Nei

A. Mahmud Rizvi

Альбом: Jar Keu Nei
Длительность: 5:09
Год: 2024
Скачать MP3

Текст песни

কেউ নেই কেউ নেই
কেউ নেই
কেউ নেই
ওগো কেউ নেই
কেউ নেই

এইতো বসে আছি
আমি একটা পাখি
যার কেউ নেই

যে পাখি সুখ চেনে সুর চেনে
দুঃখ চেনেনা
পাখি হাসতে জানে ভাসতে জানে
বাধা মানে না

এইতো বসে আছি
আমি একটা পাখি
যার কেউ নেই