Ogo Nithur Daradi
Adity Mohsin
4:38আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার একাকী বাহিতে তারে... আমি একাকী বাহিতে তারে পারিনা যে আর তরণী আমার... আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার প্রভাত হিল্লোল ভুলে, দিয়েছিনু পাল তুলে প্রভাত হিল্লোল ভুলে, দিয়েছিনু পাল তুলে ভাবিনি সহসা হবে এমন আঁধার আমি ভাবিনি সহসা হবে এমন আঁধার আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার ঝড়েতে বাঁধন টুটে, দিশাহারা এনু ছুটে তাই তরী তব তটে লাগিল এবার এখনো যা কিছু আছে, তুলে লওহো তব কাছে এখনো যা কিছু আছে, তুলে লওহো তব কাছে রাখো এই ভাঙা নায়ে চরণ তোমার তুমি রাখো এই ভাঙা নায়ে চরণ তোমার আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার