Jhara Pata Go

Jhara Pata Go

Adity Mohsin

Длительность: 4:10
Год: 2016
Скачать MP3

Текст песни

ঝরা পাতা গো
ঝরা পাতা গো, আমি তোমারি দলে
ঝরা পাতা
ঝরা পাতা, ঝরা পাতা
ঝরা পাতা গো
ঝরা পাতা গো, আমি তোমারি দলে
ঝরা পাতা
অনেক হাসি অনেক অশ্রুজলে
ফাগুন দিল বিদায়মন্ত্র আমার হিয়াতলে
ঝরা পাতা

ঝরা পাতা, ঝরা পাতা
ঝরা পাতা গো
ঝরা পাতা গো, আমি তোমারি দলে
ঝরা পাতা

ঝরা পাতা গো, বসন্তী রঙ দিয়ে
শেষের বেশে
শেষের বেশে সেজেছ তুমি কি এ
খেলিলে হোলি ধূলায় ঘাসে ঘাসে
বসন্তের এই চরম ইতিহাসে

তোমারি মতো আমারো উত্তরী
আগুন-রঙে দিয়ো রঙিন করি
অস্তরবি লাগাক পরশমণি
প্রাণের মম শেষের সম্বলে
ঝরা পাতা

ঝরা পাতা, ঝরা পাতা
ঝরা পাতা গো
ঝরা পাতা গো, আমি তোমারি দলে
ঝরা পাতা

ঝরা পাতা, ঝরা পাতা
ঝরা পাতা গো
ঝরা পাতা গো, আমি তোমারি দলে
ঝরা পাতা