Kichchu Chaini Aami
Anirban Bhattacharya
6:56আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুল রকমারি সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুল রকমারি মিলছে সেথায় বাউল ফকির হাসিমুখের বুড়ো বুড়ি সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুল রকমারি মিলছে সেথায় বাউল ফকির হাসিমুখের বুড়ো বুড়ি ওরে, পুতুল, বাহারি পুতুল ওরে, পুতুল, বাহারি পুতুল পুতুল, বাহারি পুতুল ওরে, পুতুল, বাহারি পুতুল প্রাণ থাকলে বুঝতে, বাপু এ মানুষ জাতি খুব আনাড়ি আমাদের বকুলতলায় ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলা চড়তে যাবো আমি তুমি আমাদের বকুলতলায় ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলা চড়তে যাবো আমি তুমি সেই নাগরদোলা, হায় গোল গোল গোল গোল গোল, গোল গোল, গোল গোল, গোল গোল গোল গোলা গোল গোল গোল গোল, গোল গোল গোল ঘুরবো দুজন সেই নাগরদোলায় গোল গোল, গোল গোল, গোল গোল, গোল গোল গোল গোল, গোল গোল, গোল গোল, গোল গোল ঘুরবো দুজন, দেখবো দোকান ফুচকা খাবো দুই-চারিখান সেই নাগরদোলায় ঘুরবো দুজন, দেখবো দোকান ফুচকা খাবো দুই-চারিখান আমাদের যন্ত্রজীবন মুক্তি পাবে ঘণ্টা তিনেক মেলায় যাবে আমাদের যন্ত্রজীবন মুক্তি পাবে ঘণ্টা তিনেক মেলায় যাবে ওরে জীবন, অন্ধকারের জীবন ওরে জীবন, ক্লান্তিভরা জীবন ওরে জীবন, অন্ধকারের জীবন ওরে জীবন, ক্লান্তিভরা জীবন ভাঙলে মেলা বুঝবে, বাপু আলোর বাহার পাঁচদিনেরই আমাদের জীবনতলায় মোটরগাড়ি ঘুরছে মরণকুয়ায় দেখতে যাবো আমি তুমি সে কুয়ায় বন বন বন, বন বন বন, বন বনা বন সে কুয়ায় বন বন বন, বন বন বন, বন বনা বন ঘুরছে গাড়ি ঘুরছে গাড়ি সে কুয়ায় বন বন বন, বন বন বন, বন বনা বন ঘুরছে গাড়ি লাগছে চোখে ভীষণ ধাঁধা বাঁচবে নাকি মরবে গাড়ি সে কুয়ায় বন বন বন, বন বনা বন ঘুরছে গাড়ি লাগছে চোখে ভীষণ ধাঁধা বাঁচবে নাকি মরবে গাড়ি ওরে মানুষ, গাড়ির ভেতর মানুষ ওরে মানুষ, ঘুরতে থাকা মানুষ ওরে মানুষ, গাড়ির ভেতর মানুষ ওরে মানুষ, ঘুরতে থাকা মানুষ থামবে যখন বুঝবে, বাপু জীবন বাকি দুই দিনেরই আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি দেখতে যাবো আমি তুমি দেখতে যাবো আমি তুমি দেখতে যাবো আমি তুমি দেখতে যাবো আমি তুমি