Keno Bonchito Hobo Chorone
Anup Ghoshal
4:50চিত্ত দুয়ার খুলিবি কবে মা চিত্ত-কুটীরবাসিনী চিত্ত দুয়ার খুলিবি কবে মা চিত্ত-কুটীরবাসিনী অন্ধ ভিখারি রয়েছি দাঁড়ায়ে ওগো নয়ন বিকাশিনী অন্ধ ভিখারি রয়েছি দাঁড়ায়ে ওগো নয়ন বিকাশিনী চিত্ত দুয়ার খুলিবি কবে মা চিত্ত-কুটীরবাসিনী রাজপথে পথে ঘুরিলাম কত লভিনু যত না, হারাইনু তত রাজপথে পথে ঘুরিলাম কত লভিনু যত না, হারাইনু তত মিটিল না ক্ষুধা, মিটিল না সুধা ওগো সন্তাপনাশিনী মিটিল না ক্ষুধা, মিটিল না সুধা ওগো সন্তাপনাশিনী চিত্ত দুয়ার খুলিবি কবে মা চিত্ত-কুটীরবাসিনী আজি ফিরিলাম ঘরে দীন শ্রীহীন সংসার ধুলায় ম্লান মলিন ফিরিলাম ঘরে দীন শ্রীহীন সংসার ধুলায় ম্লান মলিন বসিবি কি হেন জীবন-পঙ্কে ওগো পঙ্কজবাসিনী বসিবি কি হেন জীবন-পঙ্কে ওগো পঙ্কজবাসিনী চিত্ত দুয়ার খুলিবি কবে মা চিত্ত-কুটীরবাসিনী অন্ধ ভিখারি রয়েছি দাঁড়ায়ে ওগো নয়ন বিকাশিনী চিত্ত দুয়ার খুলিবি কবে মা চিত্ত-কুটীরবাসিনী চিত্ত দুয়ার খুলিবি কবে মা