Tomake Chai Title Track
Arijit Singh
4:52বোঝে না সে, বোঝে না সে তো আজও বোঝে না বোঝে না সে, বোঝে না সে তো আজও বোঝে না কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা? উত্তর আজও মেলে না মেলে না, মেলে না, মেলে না বোঝে না সে, বোঝে না এ বুকে এত প্রেম, তার চোখে ঘৃণা চায় না শুনতে সে এ বুকের কান্না আমি চোখের বালি, কী করে তাকে বলি এ বুকে কী বেদনা? বোঝে না সে, বোঝে না সে তো আজও বোঝে না বোঝে না সে, বোঝে না সে তো আজও বোঝে না কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা? উত্তর আজও মেলে না মেলে না, মেলে না, মেলে না বোঝে না সে, বোঝে না পৃথিবী একদিকে, একদিকে আমি আজ আমার রক্তে মিশে গেছো তুমি নাইবা হলো দেখা, দেখবো একা একা স্বপ্নে নেই সীমানা বোঝে না সে, বোঝে না সে তো আজও বোঝে না বোঝে না সে, বোঝে না সে তো আজও বোঝে না কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা? উত্তর আজও মেলে না মেলে না, মেলে না, মেলে না বোঝে না সে বোঝে না বোঝে না সে, বোঝে না সে তো আজও বোঝে না বোঝে না সে, বোঝে না সে তো আজও বোঝে না