Shudhu Tui (Feat. Trissha Chatterjee)

Shudhu Tui (Feat. Trissha Chatterjee)

Raj Barman

Длительность: 4:28
Год: 2018
Скачать MP3

Текст песни

এত রোদ্দুর তুই এনে দিলি তাই
তোর বৃষ্টি আমি একটু পেতে চাই

এত রোদ্দুর তুই এনে দিলি তাই
তোর বৃষ্টি আমি একটু পেতে চাই

মেঘলা হয়ে যাক
আরও পাঁচটা ১২ মাস
কোনো বিকেল বেলাতে
তুই আমার হয়ে যাস

শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই
শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই

শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই
শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই

মন তোর অলিতে-গলিতে ঘোরে
আর কুড়োয় অভিমান
এই মন তোর আকাশে-বাতাসে খেলে
গায় ঘুম পাড়ানোর গান

মন তোর অলিতে-গলিতে ঘোরে
আর কুড়োয় অভিমান
এই মন তোর আকাশে-বাতাসে খেলে
গায় ঘুম পাড়ানোর গান

মেঘলা হয়ে যাক
আরও পাঁচটা ১২ মাস
কোনো বিকেল বেলাতে
তুই আমার হয়ে যাস

শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই
শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই

শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই
শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই

দিন তোর আড়ালে-আবদারে কাটে
কেন পালাস, আমায় বল
এই রাত তোর আনাচে-কানাচে মরে
দেখি ঘুরছে হাওয়ার কল

দিন তোর আড়ালে-আবদারে কাটে
কেন পালাস, আমায় বল
এই রাত তোর আনাচে-কানাচে মরে
দেখি ঘুরছে হাওয়ার কল

ও, মেঘলা হয়ে যাক
আরও পাঁচটা ১২ মাস
কোনো বিকেল বেলাতে
তুই আমার হয়ে যাস

শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই
শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই

শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই
শুধু তুই, শুধু তুই
আর চাইছি না কিছুই