Eka Lage Jokhoni
Azam Khan
একা লাগে যখনই, তোমাকে খুঁজি আমি একা লাগে যখনই, তোমাকে খুঁজি আমি তুমি যদি দেখতে এসে দুঃখ কতখানি একা লাগে যখনই, তোমাকে খুঁজি আমি একা লাগে যখনই, তোমাকে খুঁজি আমি পারিনি তোমায় রাখতে বুকে রেখেছি স্মৃতি আঁকড়ে ধরে পারিনি তোমায় রাখতে বুকে রেখেছি স্মৃতি আঁকড়ে ধরে আছো জানি সুখের ভীড়ে আমি ব্যথার ঋণ গুনি একা লাগে যখনই, তোমাকে খুঁজি আমি একা লাগে যখনই, তোমাকে খুঁজি আমি যে ঘরে রইবে শুধু তুমি সেখানে আজ যেন মরুভূমি যে ঘরে রইবে শুধু তুমি সেখানে আজ যেন মরুভূমি আমি দোষী, আর কেউ নয় তাই ব্যথার ঋণ গুনি একা লাগে যখনই, তোমাকে খুঁজি আমি একা লাগে যখনই, তোমাকে খুঁজি আমি তুমি যদি দেখতে এসে দুঃখ কতখানি একা লাগে যখনই, তোমাকে খুঁজি আমি একা লাগে যখনই, তোমাকে খুঁজি আমি