Dhulo Pora Chithi

Dhulo Pora Chithi

Bappa Mazumder

Альбом: Dhulo Pora Chithi
Длительность: 4:53
Год: 2017
Скачать MP3

Текст песни

ধূলো পড়া চিঠি
জমে থাকা স্মৃতি
রাত জাগা সময়
বেঁচে থাকা আমি
এভাবেই নিত্য আমারই বসবাস
এক কাপ চা আর কিছু দীর্ঘশ্বাস

ধূলো পড়া চিঠি
জমে থাকা স্মৃতি
রাত জাগা সময়
বেঁচে থাকা আমি
এভাবেই নিত্য আমারই বসবাস
এক কাপ চা আর কিছু দীর্ঘশ্বাস

এই আলোয় হাত রাখা কিছু অলস দুপুরে
একাকী মিশে থাকা সুরের আদরে
কেন যে পারি না সরাতে
আমি যে কখনো কিছুতে
ঘুণে ধরা মূল্যহীন ছবিটা

এভাবেই নিত্য আমারই বসবাস
এক কাপ চা আর কিছু দীর্ঘশ্বাস

কাগজের বানানো এক স্বপ্নের শহরে
এভাবে বেঁচে থাকা বিবর্ণ আসরে
একাকী এক ঘন আঁধারে
কে যেন থাকে দাঁড়িয়ে
ভেঙে যাওয়া হৃদয়ের এ পথে

এভাবেই নিত্য আমারই বসবাস
এক কাপ চা আর কিছু দীর্ঘশ্বাস

ধূলো পড়া চিঠি
জমে থাকা স্মৃতি
রাত জাগা সময়
বেঁচে থাকা আমি
এভাবেই নিত্য আমারই বসবাস
এক কাপ চা আর কিছু দীর্ঘশ্বাস