Teer Hara Ei Dheuyer Sagor
Somobeto
ধূলো পড়া চিঠি জমে থাকা স্মৃতি রাত জাগা সময় বেঁচে থাকা আমি এভাবেই নিত্য আমারই বসবাস এক কাপ চা আর কিছু দীর্ঘশ্বাস ধূলো পড়া চিঠি জমে থাকা স্মৃতি রাত জাগা সময় বেঁচে থাকা আমি এভাবেই নিত্য আমারই বসবাস এক কাপ চা আর কিছু দীর্ঘশ্বাস এই আলোয় হাত রাখা কিছু অলস দুপুরে একাকী মিশে থাকা সুরের আদরে কেন যে পারি না সরাতে আমি যে কখনো কিছুতে ঘুণে ধরা মূল্যহীন ছবিটা এভাবেই নিত্য আমারই বসবাস এক কাপ চা আর কিছু দীর্ঘশ্বাস কাগজের বানানো এক স্বপ্নের শহরে এভাবে বেঁচে থাকা বিবর্ণ আসরে একাকী এক ঘন আঁধারে কে যেন থাকে দাঁড়িয়ে ভেঙে যাওয়া হৃদয়ের এ পথে এভাবেই নিত্য আমারই বসবাস এক কাপ চা আর কিছু দীর্ঘশ্বাস ধূলো পড়া চিঠি জমে থাকা স্মৃতি রাত জাগা সময় বেঁচে থাকা আমি এভাবেই নিত্য আমারই বসবাস এক কাপ চা আর কিছু দীর্ঘশ্বাস