Kande Shudhu Mon
Bhoomi
5:35কে যায় মাঝ রাতে বাতি নিয়া হাতে রে কে যায় মাঝ রাতে বাতি নিয়া কে যায় মাঝ রাতে বাতি নিয়া হাতে রে কে যায় মাঝ রাতে বাতি নিয়া শ্যাওড়া গাছের মগ ডালে শাক চুরনির দুয়ারে মধ্যরাতে মান্দ এসে কড়া নাড়ায় রে শাক চুন্নি খিলখিলিয়ে হেসে মরে রে শ্যাওড়া গাছের মগ ডালে শাক চুরনির দুয়ারে মধ্যরাতে মান্দ এসে কড়া নাড়ায় রে শাক চুন্নি খিলখিলিয়ে হেসে মরে রে সেই আমাবস্যার রাতে সেই আমাবস্যার রাতে আমার নেই কোন লেনদেন ক্ষেতের তরে যাই আমি হাতে হ্যারিকেন ক্ষেতের তরে যাই আমি হাতে হ্যারিকেন এক দমকা হাওয়া এক দমকা হাওয়া এসে আমার নিবিয়ে দিল বাতি অন্ধকারে ধাওয়া করে কস্কন্ধ কাটার নাতি অন্ধকারে ধাওয়া করে স্কন্ধ কাটার নাতি স্কন্ধ কাটা হাতে মাথা স্কন্ধ কাটা হাতে মাথা নিয়ে পাশে আসে কানের কাছে হাত বাড়িয়ে খুকুর খুকুর কাশে কানের কাছে হাত বাড়িয়ে খুকুর খুকুর কাশ শিউরে উঠে শরীর আমার পরান যে যাই যাই চিন্তা করি এই বিপদে কি করব হায় চিন্তা করি এই বিপদে কি করব হায় কে যায় মাঝ রাতে বাতি নিয়া হাতে রে কে যায় মাঝ রাতে বাতি নিয়া কে যায় মাঝ রাতে বাতি নিয়া হাতে রে কে যায় মাঝ রাতে বাতি নিয়া ব্রেহ্মদ্যোত্যি বসে ঠাই বটের গুড়ির ফাঁকে পৈতে কাঁধে বিড়ি হাতে বিমভুতরাজ হাকে ব্রেহ্মদ্যোত্যি বসে ঠাই বটের গুড়ির ফাঁকে পৈতে কাঁধে বিড়ি হাতে বিমভুতরাজ হাকে এড়ে গলায় তাল মিলিয়ি সুর সে সাধে টানা সুরের সুরাই শাঁকচুন্নি আহ্লাদে আটখানা সুরের সুরাই শাঁকচুন্নি আহ্লাদে আটখানা তারা প্রেমে হাবুডুবু খেয়ে গেল রসাতলে ভুতের নাচন শুরু হল সেথায় সদলবলে ভুতের নাচন শুরু হল সেথায় সদলবলে হঠাৎ সেথায় মান্দ এসে দিল আমায় কার্ড বলল বিয়ের নেমন্তন্নে তুমি আরলি বার্ড বলল বিয়ের নেমন্তন্নে তুমি আরলি বার্ড কে যায় মাঝ রাতে বাতি নিয়া হাতে রে কে যায় মাঝ রাতে বাতি নিয়া কে যায় মাঝ রাতে বাতি নিয়া হাতে রে কে যায় মাঝ রাতে বাতি নিয়া কে যায় মাঝ রাতে বাতি নিয়া হাতে রে কে যায় মাঝ রাতে বাতি নিয়া কে যায় মাঝ রাতে বাতি নিয়া হাতে রে কে যায় মাঝ রাতে বাতি নিয়া