Coffee House
Bohubrihi
5:24হইয়া আমি দেশান্তরী দেশ-বিদেশে ভিড়াই তরী রে নোঙর ফেলি ঘাটে ঘাটে নোঙর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নোঙর পইড়া রইছে হায় রে সারেঙ বাড়ির ঘরে ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দী হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধড়ফড়াইয়া রে কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধড়ফড়াইয়া রে দারুণ জ্বালা দিবানিশি দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার এত সাধের মন বঁধুয়া হায় রে কী জানি কী করে ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া বন্দী হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া এই না পথ ধইরা আমি কতই যে গেছি চইলা একলা ঘরে মন বঁধুয়া আমার রইছে পন্থ চাইয়া