Ektukhaani Mon (From "Daagi")
Tahsan, Masha Islam, Sadat Hossain, And Sajid Sarker
4:01আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল আড়ালে সব লুকোনো সেই গল্পেরা সব রঙিন হলো পলকে তোমাকে হঠাৎ পেয়ে যেন প্রেম, তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে, ভাবিনি আজও আছে সে পথ, শুধু নেই তুমি বলো কোথায় আছো, অভিমানী? আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল আড়ালে সব লুকোনো সেই গল্পেরা সব রঙিন হলো পলকে তোমাকে হঠাৎ পেয়ে যেন প্রেম, তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে, ভাবিনি আজও আছে সে পথ, শুধু নেই তুমি বলো কোথায় আছো, অভিমানী? অভিমানী সব থেকেও কী যেন নেই তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষণে আমার ভালোলাগাগুলো সব তোমায় ভেবে সাজে রোজ রোজ এই মনে প্রেম, তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে, ভাবিনি আজও আছে সে পথ, শুধু নেই তুমি বলো কোথায় আছো, অভিমানী? চেয়ে থাকা দূর বহুদূর যে পথে আজও রয়ে গেছ স্মৃতির পাতায় এসো না আর একটি বার স্বপ্ন যত সাজাতে আবার, শুনছো কি আমায়? প্রেম, তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে, ভাবিনি আজও আছে সে পথ, শুধু নেই তুমি বলো কোথায় আছো, অভিমানী? প্রেম, তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি আজও আছে সে পথ, শুধু নেই তুমি বলো কোথায় আছো, অভিমানী?