Ei Mayabi Chander Raate (From "Baba Baby O")

Ei Mayabi Chander Raate (From "Baba Baby O")

Chamok Hasan

Длительность: 3:23
Год: 2021
Скачать MP3

Текст песни

এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই
শুনতে চাই

কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই
হায়, হায়, তার পরে আর গানের কথা মনে নাই

এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই
শুনতে চাই

কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই
হায়, হায়, তার পরে আর গানের কথা মনে নাই

কিন্তু...
বলেছিলে আমার জন্য লিখবে এমন গান
হবে এক মিষ্টি-মধুর প্রেমের উপাখ্যান
বলেছিলে আমার জন্য লিখবে এমন গান
হবে এক মিষ্টি-মধুর প্রেমের উপাখ্যান

শোনো প্রিয়, শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন
শোনো প্রিয়, শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন
এখনই গানের ভাষায় স্বপ্ন আশা
তোমায় শোনাতে চাই
বলো, শুনতে চাই

কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই
হায়, হায়, তারপরে আর গানের কথা মনে নাই

এই যে এই গানটা
তার যে শেষ para-টা
এই যে এই গানটা
তার শেষ অন্তরাটা
কত রঙা স্বপ্ন কথায়
সাজানো ছিল যে সেটা
ছিল? কোথায় গেল?

কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
বাব্বাহ!
কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
তারপর?
সেই কুঠিটা এতই গহীন, পাচ্ছি না খুঁজে হায়!
হায়, হায়, হায়

তার পরে আর গানের কথা মনে নাই
হায়, হায়, তার পরে আর গানের কথা মনে নাই

এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই
বলো, শুনতে চাই

তারপরে আর গানের কথা মনে নাই
হায়, হায়, তার পরে আর গানের কথা মনে নাই

নাই, নাই, তার পরে আর গানের কথা
দরকার নাই