Tomay Hrid Majhare Rakhbo

Tomay Hrid Majhare Rakhbo

Mahtim Shakib

Длительность: 3:37
Год: 2021
Скачать MP3

Текст песни

ভুবনমোহন গোরা
কোন মণিজনার মনোহরা
ভুবনমোহন গোরা
কোন মণিজনার মনোহরা

ওরে রাধার প্রেমে মাতোয়ারা
চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা
ধুলায় যায় ভাই গড়াগড়ি
যেতে চাইলে যেতে দেবো না
চাইলে যেতে দেবো না, না, না, না
ছেড়ে দেবো না

তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেবো না

যাবো ব্রজের কূলে কূলে
যাবো ব্রজের কূলে কূলে
আমরা মাখবো পায়ে রাঙাধুলি
মাখবো পায়ে রাঙাধুলি
ওরে পাগল মন
যাবো ব্রজের কূলে কূলে
মাখবো পায়ে রাঙাধুলি

ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে
চলে গেলে, চলে গেলে যেতে দেবো না, না, না, না
ছেড়ে দেবো না

তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেবো না

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না
আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না, না, না
ছেড়ে দেবো না

তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না