Megh Bolechhe Jabo Jabo
Debabrata Biswas
3:12তোমার হল শুরু আমার হল সারা তোমার হল শুরু আমার হল সারা তোমায় আমায় মিলে এমনি বহে ধারা তোমার হল শুরু আমার হল সারা তোমার জ্বলে বাতি তোমার ঘরে সাথি আমার তরে রাতি আমার তরে তারা তোমার হল শুরু আমার হল সারা তোমার আছে ডাঙা আমার আছে জল তোমার বসে থাকা আমার চলাচল তোমার আছে ডাঙা আমার আছে জল তোমার বসে থাকা আমার চলাচল তোমার হাতে রয় আমার হাতে ক্ষয় তোমার মনে ভয় আমার ভয় হারা তোমার হল শুরু আমার হল সারা