Hridoy Bhangbar Gaan

Hridoy Bhangbar Gaan

Fossils

Длительность: 6:28
Год: 2019
Скачать MP3

Текст песни

ভাঙে সাগরের ঢেউ জোয়ারে সীমানাপাড়ের
বালিয়াড়ি বাঁধ ভাঙে পুরনাে প্রবাদ আর মন

ভাঙে সাগরের ঢেউ জোয়ারে সীমানাপাড়ের
বালিয়াড়ি বাঁধ ভাঙে পুরনাে প্রবাদ আর মন
ভেঙে যায় এক ধাক্কায় যখন সময় শেষ হয়
জেগে যায় শেষ ঘুম ভরা ভালবাসা জমাট স্বপন

ভেঙে যাক
যাক ভেঙে যাক
ধ্বংসস্তূপে এক নতুন প্রজন্মের জন্ম হবে বলে
গাওয়া যাক, গাওয়া যাক, গাওয়া যাক
আজ হৃদয় ভাঙবার গান
আজ হৃদয় ভাঙবার গান
আজ হৃদয় ভাঙবার গান (হৃদয় ভাঙবার গান)

(শােন, শোন, শোন)
একলা ঘরের কোণে আঁধারে স্বপ্ন দেখার
নেই আজ তাের কোনও প্রয়ােজন, তাই শােন (শােন)
ভেঙে ফেল এক কাপ চা-র রােজ রােজ রােজনামচা
দৈনিক পত্রিকা বাবা বাছা করে পােষা culture

ভেঙে যাক
ভেঙে যাক
আজ ভেঙে যাক
স্পর্শ করতেই প্রচণ্ড শব্দে show case-এর সব কাচ
গাওয়া যাক, গাওয়া যাক, গাওয়া যাক
আজ হৃদয় ভাঙবার গান
হৃদয় ভাঙবার গান
আজ হৃদয় ভাঙবার গান (হৃদয় ভাঙবার গান)

কল্পনা আজ ফের মেলে দেয় ডানা আকাশে
স্বপ্নকে ভালবাসি না, কল্পনাকে ভালবাসি
কল্পনা হেসে হাত ধরে নিয়ে যাক ফের আমাকে
কল্পনা ছিঁড়ে দিক এই বাস্তবের কাঁটাতার

ভেঙে যাক,
যাক ভেঙে যাক
ভেঙে যাক, ভেঙে যাক
মনে পুষে রাখা পবিত্র স্বপ্নের কঙ্কাল
গাওয়া যাক
গাওয়া যাক, গাওয়া যাক
আজ হৃদয় ভাঙবার গান
হৃদয় ভাঙবার গান
আজ হৃদয় ভাঙবার গান (হৃদয় ভাঙবার গান)
আজ হৃদয় ভাঙবার গান (হৃদয় ভাঙবার গান)