Tomake Bhebe Lekha (Feat. Shanto)

Tomake Bhebe Lekha (Feat. Shanto)

Fuad

Длительность: 5:07
Год: 2020
Скачать MP3

Текст песни

মন ভালো নেই বারে বারে মনে হয়
তুমি পাশে নেই ভাবি ধুর ছাই
কেনো কাটে না সময়
সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই
বৃষ্টি শেষে দেখা না পেলে
বড় অভিমান হয়

রাতে কাটে নির্ঘুম
আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই
ভালোবাসি তোমায়এতটা!!

তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়
তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায়?
তোমার জন্য বেদনার গান লিখেছি
বুকে সবস্মৃতিগুলো এক করে সুর বেধেছি
মনে একটাই সুখ আমাকেও
খুব ভালোবাসো তুমি তাই
ভালোবাসি তোমায় এতটা!!

জানি তুমি ভালো নেই আমায় একা রেখে
ভীষণ কষ্টে আছ আমাকে না দেখে
কতদিন দেখিনি তোমার মুখ খানি
ক্ষনিকের জন্য থাকো আর যেখানে
ফেলে তুমি আসবেই আমার এ জীবনে কারণ
ভালোবাসো আমায় এতটা!!