Ek Mutho Jochona

Ek Mutho Jochona

Habib Wahid

Альбом: Bolchi Tomake
Длительность: 4:19
Год: 2008
Скачать MP3

Текст песни

আমি জোছনার আলোয় তোমার ভালোবাসা খুঁজে পাই
আমি শিশিরমাখা ভোরে তোমার স্বপ্ন ছুঁয়ে যাই

আমার আবেগ-ডোরে তোমায় বেঁধে রাখতে চাই
আমি যে তোমায় একমুঠো ভালোবাসা দিতে চাই

আমি জোছনার আলোয় তোমার ভালোবাসা খুঁজে পাই
আমি শিশিরমাখা ভোরে তোমার স্বপ্ন ছুঁয়ে যাই

তাকিয়ে দেখ চারপাশে, আমার স্বপ্ন আছে তোমায় ঘিরে
মায়াবী প্রেমের কারুকাজে মায়াবী প্রহরে অশ্রু ঝরে

আমি গোলাপের বাগানে তোমার মুখটি দেখতে পাই
রাতের স্বপ্নে তোমায় একমুঠো ভালোবাসা দিতে চাই

আমি জোছনার আলোয় তোমার ভালোবাসা খুঁজে পাই
আমি শিশিরমাখা ভোরে তোমার স্বপ্ন ছুঁয়ে যাই

হৃদয়-পারাবারে খুশির ঢেউ তুমিই তো আনো
তোমার স্বপ্নে আছি আমি, তুমি ভালো করেই জানো

আমি শুন্যতার হাহাকারে তোমায় অনুভব করে যাই
তোমার স্বপ্নকে আমার চোখেই আগলে রাখতে চাই

আমি জোছনার আলোয় তোমার ভালোবাসা খুঁজে পাই
আমি শিশিরমাখা ভোরে তোমার স্বপ্ন ছুঁয়ে যাই