Ek Mutho Jochona
Habib Wahid
4:19নিশি গভীর হয় চোখের পাতা এক হয় না হয় না তুমি কাছে নেই বলে দু'চোখ নিদ্রা যায় না নিশিকাব্যে নিশিকাব্যে তোমার আগমন তৃপ্ত নয় তবু এই তনু-মন কাছে এসো কাছে এসো, করবো বরণ বিনিদ্র রই তোমার কারণ এই নিশি তুমি বিনা পূর্ণতা পায় না পায় না তুমি কাছে নেই বলে দু'চোখ নিদ্রা যায় না তুমি এলে নিশি আলোয় যাবে ভরে নিশি থেকে ঊষা হবে মনের অগোচরে তুমি এলেই তবে হবো নিদ্রামগ্ন হাহাকারে ভরা আজ এ নিশিলগ্ন তোমার মুখটি তোমার মুখটি করি স্মরণ মনে আঁধার, স্মৃতির আবরণ শূন্যতা শূন্যতা আর হয় না সহন নিশি জুড়ে আমার জাগরণ হাত বাড়িয়ে তোমায় ছোঁয়া যায় না, যায় না যায় না তুমি কাছে নেই বলে দু'চোখ নিদ্রা যায় না