Din Gelo
Habib Wahid
তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে তোমারও কি বুক ভাইঙ্গা যায় মনের কথা কইতে ও... তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে তোমারও কি বুক ভাইঙ্গা যায় মনের কথা কইতে নিশি রাইতে জোনাক জ্বলে আমার ঘরে আন্ধার তোমারও কি ভালোবাসা পুইড়া হইসে অঙ্গার চোখের জলে ভালোবাসার হলো একটা নদী সেই নদীটা বুকের ভেতর বইছে নিরবধি তোমার কাছে বলবো কি আর মায়ার জালে বাঁধলে তুমি এখন শুধু সন্ধি করি আমার সাথে আমি ভেঙে গেলে মন জোড়া নেয় না ভালোবাসা কখনও তো ক্ষয় হয় না ধীরে ধীরে বাড়ে প্রেম, অন্তরেতে তুমি যুগে যুগে অতল তলে, খুঁজি যে আমি তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে তোমারও কি বুক ভাইঙ্গা যায় মনের কথা কইতে ও... তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে তোমারও কি বুক ভাইঙ্গা যায় মনের কথা কইতে নিশি রাইতে জোনাক জ্বলে আমার ঘরে আন্ধার তোমারও কি ভালোবাসা পুইড়া হইসে অঙ্গার