Hat Diye Ja Chui
Hasan
3:54আজ এই মেঘে ঢাকা রাত স্তব্ধতায় ভাবি আঁধারে সে তো চলে যায় নীরবেই কাঁদি স্মৃতিগুলো ডেকে যায় আজও আমারে কাঁদায় দোষগুলো শুধুই কি আমার বলো কীই বা অপরাধ আমি ভেঙ্গে দেবো আজ সবই ফিরে এসো আহত হৃদয়ে চাই ফিরে সে দিন কোথায় তুমি হারালে নিঝুম রাতেই তুমিও কি ভাবছো আমারই মতো একাকী জানালায় আজও পথ চেয়ে রই, আসবেই ফিরে রেখেছি সব আলো আমার তোমারই তরে আজ এই মেঘে ঢাকা রাত স্তব্ধতায় ভাবি আঁধারে সে তো চলে যায় নীরবেই কাঁদি স্মৃতিগুলো ডেকে যায় আজও আমারে কাঁদায় দোষগুলো শুধুই কি আমার বলো কী বা অপরাধ আমি ভেঙ্গে দেবো আজ সবই ফিরে এসো আহত হৃদয়ে চাই ফিরে সে দিন কোথায় তুমি হারালে নিঝুম রাতেই তুমিও কি ভাবছো আমারই মতো একাকী জানালায় ফিরে এসো ফিরে এসো