Sharthopor (Version 2)

Sharthopor (Version 2)

Tarun

Альбом: Thikana
Длительность: 7:01
Год: 2016
Скачать MP3

Текст песни

চলে যদি যাবি দূরে, স্বার্থপর
আমাকে কেন জোছনা দেখালি?
হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর
পাথর এ বুকে ফুল কেন ফোটালি?

চলে যদি যাবি দূরে, স্বার্থপর
আমাকে কেন জোছনা দেখালি?
হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর
পাথর এ বুকে ফুল কেন ফোটালি?

আমারই সীমানা, সে তো তোর ছায়া
সেখানে করে বিচরণ দুঃখের নিবাস
রাখিস কি খবর, তোর আঘাতেই জমে গেছে
নীল আকাশের জমিনে নীল বেদনা?

চলে যদি যাবি দূরে, স্বার্থপর
আমাকে কেন জোছনা দেখালি?

জানি না কোন প্রহরে হয়েছিল যে পরিচয়
কী পেলাম, কী হারালাম, সে তো এক সংশয়
নীরবে, আড়াল থেকে করেছি যে সব অভিনয়
সেই তুমি হারালে ঠিকই, সেকি নয় বিস্ময়?

আমারই সীমানা, সে তো তোর ছায়া
সেখানে করে বিচরণ দুঃখের নিবাস
রাখিস কি খবর, তোর আঘাতেই জমে গেছে
নীল আকাশের জমিনে নীল বেদনা?

চলে যদি যাবি দূরে, স্বার্থপর
আমাকে কেন জোছনা দেখালি?

আঁধারে, অন্তরালে বসে যতবার ভেবেছি
শূন্যতারই হাহাকার একাকী শুনেছি
তোমারই আঁখিপটে আকাশের নীল এঁকেছি
সে তো বিবর্ণ হবে, কখনো ভাবিনি

আমারই সীমানা, সে তো তোর ছায়া
সেখানে করে বিচরণ দুঃখের নিবাস
রাখিস কি খবর, তোর আঘাতেই জমে গেছে
নীল আকাশের জমিনে নীল বেদনা?

চলে যদি যাবি দূরে, স্বার্থপর
আমাকে কেন জোছনা দেখালি?
হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর
পাথর এ বুকে ফুল কেন ফোটালি?

আমারই সীমানা, সে তো তোর ছায়া
সেখানে করে বিচরণ দুঃখের নিবাস
রাখিস কি খবর, তোর আঘাতেই জমে গেছে
নীল আকাশের জমিনে নীল বেদনা?

আমাকে কেন জোছনা দেখালি?
আমাকে কেন জোছনা দেখালি?
আমাকে কেন জোছনা দেখালি?
আমাকে কেন জোছনা দেখালি?
আমাকে কেন জোছনা দেখালি?
আমাকে কেন জোছনা দেখালি?