Prosno
Hasan
5:13এ হৃদয় মোহনায় একাকী অসময় স্মৃতিগুলো আল্পনায় রঙে ছবি এঁকে যায় এ হৃদয় মোহনায় একাকী অসময় স্মৃতিগুলো আল্পনায় রঙে ছবি এঁকে যায় তুমি নেই তবু আজ স্বপ্নেরা নিরালায় একাকী তোমাকে খুঁজে বেড়ায় তুমিহীনা এই জীবন আমার কোনোকিছু চাই না, চাই না, চাই না তুমিহীনা এই হৃদয় আমার ভালোবাসা চাই না, চাই না, চাই না তুমিহীনা এই জীবন আমার কোনোকিছু চাই না, চাই না, চাই না তুমিহীনা এই হৃদয় আমার ভালোবাসা চাই না, চাই না, চাই না সময়-অসময় একাকী অজানায় তোমারই ভাবনায় তোমাকে কল্পনায় সময়-অসময় একাকী অজানায় তোমারই ভাবনায় তোমাকে কল্পনায় আনমনে খুঁজে পাই আঁধারে সীমানায় একাকী নিরালায় পেয়ে হারাই তুমিহীনা এই জীবন আমার কোনোকিছু চাই না, চাই না, চাই না তুমিহীনা এই হৃদয় আমার ভালোবাসা চাই না, চাই না, চাই না তুমিহীনা এই জীবন আমার কোনোকিছু চাই না, চাই না, চাই না তুমিহীনা এই হৃদয় আমার ভালোবাসা চাই না, চাই না, চাই না এ হৃদয় মোহনায় একাকী অসময় স্মৃতিগুলো আল্পনায় রঙে ছবি এঁকে যায় এ হৃদয় মোহনায় একাকী অসময় স্মৃতিগুলো আল্পনায় রঙে ছবি এঁকে যায় তুমি নেই তবু আজ স্বপ্নেরা নিরালায় একাকী তোমাকে খুঁজে বেড়ায় তুমিহীনা এই জীবন আমার কোনোকিছু চাই না, চাই না, চাই না তুমিহীনা এই হৃদয় আমার ভালোবাসা চাই না, চাই না, চাই না তুমিহীনা এই জীবন আমার কোনোকিছু চাই না, চাই না, চাই না তুমিহীনা এই হৃদয় আমার ভালোবাসা চাই না, চাই না, চাই না তুমিহীনা এই জীবন আমার কোনোকিছু চাই না, চাই না, চাই না তুমিহীনা এই হৃদয় আমার ভালোবাসা চাই না, চাই না, চাই না