Ei Nishi
Hridoy Khan
4:18Yeah, this the Hridoy Mix 2... এক পলক দেখতে চাই কেন তুমি কাছে নাই? মন ছুটে চলে তোমাতে কেন তুমি হারালে? ফিরে আসো না এ বুকে এক ঝড়ো হাওয়া হয়ে এ শূণ্য হৃদয়টাকে দাও ভরিয়ে ও রাতভর দিন যায় যে চলে(যায় যে চলে) তবুও পাই না তোমায় খুঁজে (খুঁজে) বলে যাও একবার এই আমায় ভালোবেসে ছিলে মন চলে যায় অজানায় সেথা খুঁজি শুধু তোমায় আলো আঁধারি খেলায় হারালে কোথায়? মন চলে যায় অজানায় সেথা খুঁজি শুধু তোমায় আলো আঁধারি খেলায় হারালে কোথায়? ও রাতভর দিন যায় যে চলে (যায় যে চলে) তবুও পাই না তোমায় খুঁজে(খুঁজে) বলে যাও একবার এই আমায় ভালোবেসে ছিলে ছিলে তুমি ভোরের আগে রাতের জোছনা ফাঁকে স্বপ্ন মাঝে নির্ঘুম রাতে সে সুরের ডাকে ও ছিলে তুমি ভোরের আগে রাতের জোছনা ফাঁকে স্বপ্ন মাঝে নির্ঘুম রাতে সে সুরের ডাকে ও রাতভর দিন যায় যে চলে (যায় যে চলে) তবুও পাই না তোমায় খুঁজে (খুঁজে) বলে যাও একবার এই আমায় ভালোবেসে ছিলে এক পলক দেখতে চাই...