Shuvro Chad

Shuvro Chad

Habib Wahid & Nancy Nazmun

Альбом: Bolchi Tomake
Длительность: 5:38
Год: 2008
Скачать MP3

Текст песни

যার হাসিতে এ হৃদয়ে পূর্ণিমা হয়
যে শুভ্র চাঁদ হয়ে সব করে স্বপ্নময়
সে কি আমার নয়?
সে যদি আমার নাই হয় তবে
চারিদিক কেন মাতে কলরবে
তার ইশারায়?
সে তো আমারই, আর কারো নয়
পূর্ণিমাতে তার ছবি আঁকি হৃদয়ের দেয়ালে
রাত—দিন সে বসত গড়ে আমার খেয়ালে
পূর্ণিমাতে তার ছবি আঁকি হৃদয়ের দেয়ালে
রাত—দিন সে বসত গড়ে আমার খেয়ালে
আপন করে রাখি তাকে হৃদয়ের ঘরে
বারবার দেখতে ইচ্ছে হয় দু'চোখ ভরে
শুভ্র সে চাঁদ
শুভ্র সে চাঁদ আলোকিত করে হৃদয়
সে কি আমার নয়?
যাকে তোমার হৃদয় এত ভাবে
তাকে কখনও কি কাছে পাবে?
ভালোবাসার এই গান শুনে
বলো সে কি সাড়া দেবে?
আমার গান অবিরত তার কথা বলে
মাঝে মাঝে তাকে খুঁজে দু'চোখ ভরে জলে
আমার গান অবিরত তার কথা বলে
মাঝে মাঝে তাকে খুঁজে দু'চোখ ভরে জলে
আমি ফাগুন দিনের অপেক্ষায় আছি বসে
শুভ্র সে চাঁদ শুনুক এসব বলছি ভালোবেসে
তার এক ঝলক
তার এক ঝলক দুনিয়া ভুলিয়ে দেয়
সে কি আমার নয়?