Modhur Kichu Somoy Je Jibon Ase (Ei Vabe Jodi Kete Jai Chirodin)
Huge Studio
4:57ডেকেছি তোকে কতবার মন পাড়াতে গড়েছি ঠিকানা আকাশের নিচে প্রতিদিনি বৃষ্টি হবে শহরে ভিজবো এক সাথে হাত ধরে উঠানে দুজনে শুধু ভাসবো ভালবাসাতে চাইলে ডেকে নিবো রঙ ধনু টাকে যদি লাগে প্রান টাও দেবো তোমাকে তোমার তবু রাখবো হাসিটা ধরে ও ও ওওওও তোকে ছাড়া এ মনে শুন্যতা কোনো ভাবেই এ মন বোঝেনা এই পথ চলা, তোরি কথা বলা আমারি তুই ভালবাসা করেছি তোরি অভ্যাস এই মনে তোকে ছাড়া প্রতি খন শুন্য লাগে ডেকেছি তোকে কতবার মন পাড়াতে গড়েছি ঠিকানা আমারি মনে