Modhur Kichu Somoy Je Jibon Ase (Ei Vabe Jodi Kete Jai Chirodin)

Modhur Kichu Somoy Je Jibon Ase (Ei Vabe Jodi Kete Jai Chirodin)

Huge Studio

Длительность: 4:57
Год: 2022
Скачать MP3

Текст песни

মধুর কিছু সময় যে জীবনে আসে
গুনগুন করে ওঠে মন কত আবেশে
মধুর কিছু সময় যে জীবনে আসে
গুনগুন করে ওঠে মন কত আবেশে

মনে পড়ে যায় কত স্মৃতি, কত ছবি ভালোবাসার
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়

কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়
কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়

এইভাবে যদি কেটে যায় চিরদিন
রঙে রঙে যদি হয় মনটা রঙিন
এইভাবে যদি কেটে যায় চিরদিন
রঙে রঙে যদি হয় মনটা রঙিন

স্বপ্নের দিন যখন আসে আপনজনের ছোঁয়ায়
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়

কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়
কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়

কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি
কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়

কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়