Pakhider Smriti (Orchestral Version)

Pakhider Smriti (Orchestral Version)

Iman Chakraborty

Длительность: 4:32
Год: 2023
Скачать MP3

Текст песни

পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি
ফণীমনসাও জানে
বাগানের স্মৃতি নজরুল গীতি
বালিকার কানে কানে
পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি
ফণীমনসাও জানে
বাগানের স্মৃতি নজরুল গীতি
বালিকার কানে কানে
বিকেলের স্মৃতি গোপন পিরিতি
গোপনেই রাখা থাকে
মানুষের স্মৃতি বহু বিস্মৃতি
শ্মশান বন্ধু টানে
ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী
অসাড় আষাঢ়ে অকুল পাথারে
স্মৃতিরও বিলাসে ভাসিনি
ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী
অসাড় আষাঢ়ে অকুল পাথারে
স্মৃতিরও বিলাসে ভাসিনি
ঘন মেঘে ঢাকা
কাঁটার মুকুটে ঈশ্বর প্রীতি
নদীর দুকূলে নৌকোর স্মৃতি
অ্যালবাম জুড়ে অচেনা মুখেরা
তারাও তো ছিল কারুর স্মৃতিতে
অসীম বন্ধুপ্রীতি
ক্ষিদের স্মৃতিতে খুদের গন্ধ
প্রাচীন অর্থনীতি
ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী
অসাড় আষাঢ়ে অকুল পাথারে
স্মৃতিরও বিলাসে ভাসিনি
ঘন মেঘে ঢাকা
বৃষ্টির স্মৃতি যুদ্ধ বিরতি
ভিজে ওঠে অবরোধে
রাস্তার স্মৃতি সারমেয় ভীতি
জেগে থাকে অপরাধে
তোমার যাওয়ার পথ ভরেছে
স্মৃতিদের হাহা রবে
বহু রাত একা জেগেছে প্রকৃতি
চোরের উপদ্রবে
ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী
ভিড়ে মিশে থাকা, স্মৃতিদের পাখা
পরাজিত এক বাহিনী
ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী
ভিড়ে মিশে থাকা, স্মৃতিদের পাখা
পরাজিত এক বাহিনী
তোমার যাওয়ার পথ ভরেছে
স্মৃতিদের হাহা রবে
বহু রাত একা জেগেছে প্রকৃতি
চোরের উপদ্রবে