Nithur Monohor

Nithur Monohor

Ishaan

Альбом: Nithur Monohor
Длительность: 4:41
Год: 2024
Скачать MP3

Текст песни

আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া
আমি কেমন আছি পরের ঘরে
তোমারে পাশরিয়া
আমি কেমন আছি পরের ঘরে
তোমারে পাশরিয়া

যদি দেখার ইচ্ছা হয় 
তোমার নিঠুর মনে লয়
কালিন্দীর ঘাটে আইসো দুপুরের সময়
যদি দেখার ইচ্ছা হয় 
তোমার নিঠুর মনে লয়
কালিন্দীর ঘাটে আইসো দুপুরের সময়
আমি জল ভরিবার ছল করিয়া
দেখব নয়ন ভরিয়া,জল ভরিবার 
আমি জল ভরিবার ছল করিয়া
দেখব নয়ন ভরিয়া

আমার নিঠুর মনোহর
যদি পাই তোমার লাগর
খুলিয়া কইতাম তোমারে পরানের খবর
আমার নিঠুর মনোহর
যদি পাই তোমার লাগর
খুলিয়া কইতাম তোমারে পরানের খবর
আমি প্রেমফাঁসি লইয়া গলে
যাইগো যদি মরিয়া প্রেমফাঁসি
আমি প্রেমফাঁসি লইয়া গলে
যাইগো যদি মরিয়া
দেইখো আসিয়া....