Hridoyer Rang

Hridoyer Rang

Lagnajita Chakraborty

Альбом: Ghare & Baire
Длительность: 3:40
Год: 2018
Скачать MP3

Текст песни

ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না
প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে
কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে?
ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না

তুমি চিরদিন, ভীষণ কঠিন
তোমার ঘর ভেসে যায় ওরা
মুখ দেখে বুঝতে পারে না
তুমি চিরদিন, ভীষণ কঠিন
তোমার ঘর ভেসে যায় ওরা
মুখ দেখে বুঝতে পারে না
ওরা এ মন কেমন বোঝে না
ওরা আসল কারণ খোঁজে না

তুমি চিরকাল, স্বপ্নে মাতাল
হেঁটে সারাজীবন ধরে, ঝড় বৃষ্টি মাথায় করে
তুমি চিরকাল, স্বপ্নে মাতাল
হেঁটে সারাজীবন ধরে, ঝড় বৃষ্টি মাথায় করে
ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না

প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে
কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে
ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না