Jolchi Ami
Jisan Khan Shuvo
4:38একটা দুইটা তারা গুইনা তারা গোনা শেষ তুমি, প্রিয়, আছো কোথায়, কোথায় তুমি বেশ? একটা দুইটা জোছনা দেইখা জোছনা দেখা শেষ অমাবস্যায় ঘিরা নিলো আমায় অবশেষ আহা আমি, কেমন আমি, যদি জানিতাম আমার মতো একটা তুমি বানাইয়া লইতাম আহা আমি, কেমন আমি, যদি জানিতাম আমার মতো একটা তুমি বানাইয়া লইতাম একটা দুইটা কথা শুইনা কথা শোনা শেষ বাকি কথা বুকে জমাট, মেটে নাই তো রেশ একটা দুইটা পা ফেলিয়া পথ চলা শেষ বাকি পথে তুই নাই সাথে, হইলি নিরুদ্দেশ আহা আমি, কেমন আমি, যদি জানিতাম আমার মতো একটা তুমি বানাইয়া লইতাম একটা দুইটা ছন্দ বুইনা ছন্দ বোনা শেষ আমার ছন্দ আমি ছাড়া কারে দিয়া দেস একটা দুইটা রাত জাগিয়া রাত জাগা শেষ অগণিত রাত গুনে যাই যদি দেখা দেস আহা আমি, কেমন আমি, যদি জানিতাম আমার মতো একটা তুমি বানাইয়া লইতাম আহা আমি, কেমন আমি, যদি জানিতাম আমার মতো একটা তুমি বানাইয়া লইতাম আহা আমি