Notice: file_put_contents(): Write of 646 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Kaaktaal - Borshonabeg | Скачать MP3 бесплатно
Borshonabeg

Borshonabeg

Kaaktaal

Длительность: 6:35
Год: 2023
Скачать MP3

Текст песни

বর্ষণাবেগ

এইতো সেদিন বৃষ্টি নামবে বুঝলে তোমায় জানাবো বলে
বুকের ভেতর প্রজাপতিরা উড়ে উড়ে আধো ছড়া আওড়াত
বলেছিলে প্রতি বছরে থাকবে বরাদ্দ এক দিন অন্তত
বৃষ্টিতে ভিজে, কাদামাটি ছুঁয়ে একসাথে মিশে যাওয়া অবিরত
শ্রাবণের হয়ে ঢল
যতবার মেঘ ডেকে নিয়েছিল ততবার বৃষ্টিতে তুমি আমি
মুক্ত ডানায় চেনা অচেনায় জলের আবেশে বন্দী
বেলিফুলগুলো পাখনা মেলেছে – রূপান্তর সুগন্ধি।
কাদতাম ঐ বৃষ্টিতে ভিজে- আনন্দ তার পিছে
তবে তুমি একদিন বলেছিলে এই অনুভব সব মিছে-
বৃষ্টির সাথে সৃষ্টির যত অভিমান মিশে আছে।
আমি বুঝিনি সেদিন- খুজিনি তোমার মনের গভীরে পথ হারাবার
অভিমান জমে ঘনঘটা রূপে অপেক্ষমান ঝড়
ভাবিনি কখনও মনের ভুলেও হয়ে যাবে তুমি পর।
বৃষ্টির এই শহরে পাওয়া তোমার আমার প্রথম দেখা
এখন আর ভেজা হয়না তেমন- ভীরেও আমি বড্ড একা
আকাশের ডাক মেঘকে কাঁদাক – তবু উড়ে যাই ভীরে দেখো
দিশেহারা মন কাদছে কেমন – বৃষ্টির মায়া ঘিরে।
আকাশ ভাঙা রোদের নিচে মেঘ আঁকা নীল চাদর
যেখানেই থাকো – চোখ বুজে দেখো – ভিজছে তোমার শহর।।
তবে ঝরে যাক আকাশ
মেঘের পাহাড়ে জমা আঁধার তোমার আমার।।

Music

আমি তোমায় ছুঁতে পারিনি বলে – বৃষ্টি ছুঁতে চেয়েছি
বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়ে আধখানা সিগারেট নিভিয়ে
এই শহরের নিঃস্বতম প্রেমিক হতে পেরেছি ।
বিষণ্ণ কত নিয়নের আলো নতমস্তকে বৃষ্টি রাঙালো
ধীর জলে ভাসা হাইওয়ের গায়ে অস্তিত্বের হাঁক ডেকে যাক
পথ থেকে জল যেভাবে হারায়- কোথা থেকে শুরু কোথায় গড়ায়
ইতিহাস- স্মৃতি তোমার যা ছিল – সেখানে আমার এই নাম মুছে যাক
আকাশের ঐ কান্নাতে ভিজে বন্যায় ভাসা মিছে – বলেছিলে
বৃষ্টির সাথে সৃষ্টির যত অভিমান মিশে আছে।
দেখো অপূর্ণতার শহর জুড়ে বিষণ্ণ সব মনের কিনারা-
ক্লান্তিতে ভাঙ্গা শরীর হচ্ছে বৃষ্টির জলে পূর্ণ
আমি দেখি শুধু আমার মতন মেঘ হয়ে যায় শুন্য...
জানি মানবেনা – জানি বলবে না- এই বর্ষা শুধু আমাদের
তুমি নেই তবে আছো শুধু এই বৃষ্টিতে মিশে নীরবে।
মানবেনা – জানি বলবে না- এই বর্ষা শুধু আমাদের
তুমি নেই তবে আছো শুধু এই বৃষ্টিতে মিশে নীরবে।
তবে ঝরে যাক আকাশ
মেঘের পাহাড়ে জমা
আঁধার তোমার আমার।।
ছিলাম না আমি কখনই এই ছাতাধরা কোন অভিযোগ
তবে ঝির ঝির জলে শিহরন আজ শীতলতা নয়
অপারগতায় ফেলে আসা সেই স্মৃতিদের তোড়ে ভেসে যেতে চাওয়া
কল্পনা জুড়ে গোলযোগ।
রোদ্দুর আমার শহর চেনে – বাতাস আপন পর
বৃষ্টি, তাকে খবর দিও আমার শেষের পর।