Hridpindo Je Laal
Kaaktaal
3:46জোনাকি জানে কে জোনাকি অধরা অধরে ধরাবাধা নিয়মে চুমেছে গোপনে পবনে রননে পুলকিত মরমে জানে কে জোনাকি আলোতে আঁধারে ছুঁয়ে যায় নয়নে ছলনা বাসনা দোটানা ছড়িয়ে পরাহত স্মরণে। প্রদীপের উদ্দীপন পরিণত নতজানু যাতনায় ঘড়িতে রীতি বিপরীতে পরাজিত যত সুসময় কানামাছি কাছে আসা আসি উপহাসে হাসি হেসে সহসা উদাসী রসাতলে সাত সাগরের জলে ভেসে ডুবে নাকি উতলিত বাকি সব পাখি সব করে রব পাঁজরে আশাতে ভালবাসাতে মায়াবী মুখরিত নেশাতে শেষে অন্ধকারে বাতি জ্বেলে বসে আছে সে আমি গল্পকারের বেশে খুঁজে ফিরি অবশেষ অনিমেষ -আছি বেশ এভাবেই নিঃশেষ যদি হতে হয় হব – জোনাকে লুকাবো আঁকড়ে দোটানা রেশ... জানে কে জোনাকি অধরা অধরে ধরাবাধা নিয়মে চুমেছে গোপনে পবনে রননে পুলকিত মরমে জানে কে জোনাকি আলোতে আঁধারে ছুঁয়ে যায় নয়নে ছলনা বাসনা দোটানা ছড়িয়ে পরাহত স্মরণে। প্রদীপের উদ্দীপন পরিণত নতজানু যাতনায় ঘড়িতে রীতি বিপরীতে পরাজিত যত সুসময় কানামাছি কাছে আসা আসি উপহাসে হাসি হেসে সহসা উদাসী রসাতলে সাত সাগরের জলে ভেসে ডুবে নাকি উতলিত বাকি সব পাখি সব করে রব পাঁজরে আশাতে ভালবাসাতে মায়াবী মুখরিত নেশাতে শেষে অন্ধকারে বাতি জ্বেলে বসে আছে সে আমি গল্পকারের বেশে খুঁজে ফিরি অবশেষ অনিমেষ -আছি বেশ এভাবেই নিঃশেষ যদি হতে হয় হব – জোনাকে লুকাবো আঁকড়ে দোটানা রেশ... জানে কে জোনাকি অধরা অধরে ধরাবাধা নিয়মে চুমেছে গোপনে পবনে রননে পুলকিত মরমে জানে কে জোনাকি আলোতে আঁধারে ছুঁয়ে যায় নয়নে ছলনা বাসনা দোটানা ছড়িয়ে পরাহত স্মরণে।