Aap Ki Ankhon Mein Kuch
Kishore Kumar, Lata Mangeshkar
4:10চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে থাক তবে সেই কেবল খেলা হোক -না এখন প্রাণের মেলা__ তারের বীণা ভাঙলো হৃদয়- বীণার গাহিরে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে