Phire Elo Na Aar Se (Bauma / Soundtrack Version)
Kishore Kumar
4:02পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ-ভালো দেখেছি মন্দ-ভালো পিতা স্বর্গ, পিতা ধর্ম চলার পথে ধ্রুবতারা হয়ে সে নয়ন-সম্মুখে আজও সে রয়েছে চলার পথে ধ্রুবতারা হয়ে সে নয়ন-সম্মুখে আজো সে রয়েছে তারই প্রেরণায়, তারই মমতায় জীবন সুন্দর হলো পিতা স্বর্গ, পিতা ধর্ম পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা পরম গুরু তার আশিস নিয়ে এই জীবনের পথচলা মোর শুরু পথচলা মোর শুরু পিতা স্বর্গ, পিতা ধর্ম আঘাত যত নিজের বুকে নিয়ে সে আমায় শুধু ভালোবাসা দিয়েছে আঘাত যত নিজের বুকে নিয়ে সে আমায় শুধু ভালোবাসা দিয়েছে এ মোর অন্তর শুধু নিরন্তর তারই ধ্যানে ভরে তোলো পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ-ভালো দেখেছি মন্দ-ভালো পিতা স্বর্গ, পিতা ধর্ম