Phele Asha Din

Phele Asha Din

Amit Kumar

Альбом: Phele Asha Din
Длительность: 5:35
Год: 2012
Скачать MP3

Текст песни

ফেলে আসা দিন
আজও রঙিন স্মৃতির পাতায়
কখনো কাঁদায়, কখনো হাসায়
আমায় এই নিরালায়
ফেলে আসা দিন
আজও রঙিন স্মৃতির পাতায়

চলেছি একা যে আমি পথ শুধু বেদনার
হৃদয়ে লেখা যে নাম সে তো শুধু তোমার
চলেছি একা যে আমি পথ শুধু বেদনার
হৃদয়ে লেখা যে নাম সে তো শুধু তোমার
তোমার ছোঁয়াতে আমি জীবন খুঁজে পাই

ফেলে আসা দিন
আজও রঙিন স্মৃতির পাতায়
কখনো কাঁদায়, কখনো হাসায়
আমায় এই নিরালায়

গাই আমি আজও যে গান
সুরে সুরে আমার এ প্রাণ
রেখে গেছো শুধু
তোমার সেই মান অভিমান

গাই আমি আজও যে গান
সুরে সুরে আমার এ প্রাণ
রেখে গেছো শুধু
তোমার সেই মান অভিমান
তোমাকে পাওয়ার আশায়
দিন গুনে যাই

ফেলে আসা দিন
আজও রঙিন স্মৃতির পাতায়
কখনো কাঁদায়, কখনো হাসায়
আমায় এই নিরালায়