Swapno Jeno Pelo Bhasha

Swapno Jeno Pelo Bhasha

Kunal Ganjawala, Mahalakshmi Iyer, Jeet Gannguli, And Priyo Chattapadhyay

Альбом: Saath Pake Bandha
Длительность: 5:01
Год: 2017
Скачать MP3

Текст песни

সুমোন
ও ও ও হো.হো
এ হে হে হে
ও ও ও
হে এ এ এ
স্বপ্ন যানো
পেলো ভাষা
সত্তি হলো
মনের আসা
থাকবে চির দিন
এ ভালবাসা
ও ও ও
এ এ এ এ
ও ও ও
দুটি চোখে
নেমে আসা
স্বপ্ন এলে
তুমি ভাষা
থাকবে চির দিন
এ ভালবাসা
ও ও ও
এ এ এ এ
ও ও ও
স্বপ্ন যানো
পেলো ভাষা
মিউজিক
মন ভিজে ভিজি গালো জে
পেমেরি বূক্ষিতে
রাত জেতে জেতে থামলো জে
স্বপ্নেরি দূষটিতে
মন ভিজে ভিজি গালো জে
পেমেরি বূক্ষিতে
রাত জেতে জেতে থামলো জে. হা হা
স্বপ্নেরি দূষটিতে
রাত জোনাকি . হা আ আ
মনের আসা ...হা আ আ
আজকে পেলো... হা আ আ
সুখের ভাষা
থাকবে চির দিন
এ ভালবাসা
ও ও ও
এ এ এ এ
ও ও ও
স্বপ্ন যানো
পেলো ভাষা
লা লা লা লা
লা লা .লা লা
লা লা লা... লা লা
লা লা লা
লা লা লা
লা লা লা
লা লা লা লা
পিরেম খুজে খুজে পেল জে
ওই মনের ঠিকানা
আজ বারে বারে মনে হয়
নেই পেমের সিমানা
পিরেম খুজে খুজে পেল জে
ওই মনের ঠিকানা
আজ বারে বারে মনে হয়
নেই পেমের সিমানা
ও দিনের বুকে
রাতের নেশা
দুটি মনের কাছে আসা
ও ও ও থাকবে চির দিন
এ ভালবাসা
ও ও ও হো
এ এ এ এ
হো ও ও ও
ও ও ও হো
এ এ এ এ
ও ও ও