Mon Kyamoner Jonmodin

Mon Kyamoner Jonmodin

Mekhla Dasgupta

Длительность: 4:04
Год: 2020
Скачать MP3

Текст песни

কেন রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না
আমার কাছে দিন ফুরালেও আসলে না
এই মন কেমনের জন্মদিন
চুপ করে থাকা কঠিন
তোমার কাছে খরস্রোতাও গতিহীন
নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই
দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই
শুধু আমারই
রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না
আমার কাছে দিন ফুরালেও আসলে না
জলে ভেজা, চোখবোজা
ঘুম খোঁজা ভোর
নিশানা তির, স্মৃতির ভীড়
এলোমেলো ঘরদোর
জলে ভেজা, চোখবোজা
ঘুম খোঁজা ভোর
নিশানা তির, স্মৃতির ভীড়
এলোমেলো ঘরদোর
মেঘ আসে এলোকেশে
ছুঁয়ে দিলেই সব চুপ
সেই মেঘবালিকার গল্প হোক
শহরজুড়ে বৃষ্টি হোক
রোদ্দুর হোক আজ শুধুই তার ডাকনাম
পাতাভরা শব্দ টুকরোরা
কালবৈশাখীর মতো মুখচোরা
সব ভিজে যাক, শুধু বেঁচে থাক অভিমান
নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই
বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই
শুধু আমারই