Cholo Bodle Jai (Unplugged Live)

Cholo Bodle Jai (Unplugged Live)

Lrb

Длительность: 7:22
Год: 1996
Скачать MP3

Текст песни

সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কীভাবে এত বদলে গেছি এই আমি

ও বুকেরই সব কষ্ট দু'হাতে সরিয়ে
চলো বদলে যাই

তুমি কেন বোঝো না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিয়ো আমায়

কতো রাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও

তুমি কেন বোঝো না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিয়ো আমায়

যতবার ভেবেছি ভুলে যাব
তারও বেশি মনে পড়ে যায়
ফেলে আসা সেইসব দিনগুলো
ভুলে যেতে আমি পারি না

তুমি কেন বোঝো না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিয়ো আমায়

সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কীভাবে এত বদলে গেছি এই আমি

ও বুকেরই সব কষ্ট দু'হাতে সরিয়ে
চলো বদলে যাই

তুমি কেন বোঝো না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিয়ো আমায়