Bolbo Tomaye

Bolbo Tomaye

Manu & Anuradha Sreeram

Длительность: 5:04
Год: 2021
Скачать MP3

Текст песни

বলবো তোমায় আজকে আমি
একটি মেয়ের গল্প প্রেমের
বলবো তোমায় আজকে আমি
একটি মেয়ের গল্প প্রেমের
চুপি চুপি কার ছবি
চুপি চুপি কার ছবি
এঁকে ছিল সে অন্তরে

শুনেছি কত শুনেছি
আমি তোমার কাহিনী
শুনেছি কত শুনেছি
আমি তোমার কাহিনী
তাই শুনে, মনে মনে
তাই শুনে, মনে মনে
হয়েছি তোমার মোহিনী

বলবো তোমায় আজকে আমি
একটি মেয়ের গল্প প্রেমের
বলবো তোমায় আজকে আমি
একটি মেয়ের গল্প প্রেমের
চুপি চুপি কার ছবি
চুপি চুপি কার ছবি
এঁকে ছিল সে অন্তরে

স্বপ্ন, তুমি স্বপ্ন
আজও আমার চোখেতে
স্বপ্ন, তুমি স্বপ্ন
আজও আমার চোখেতে
বলো তুমি, কবে আমি
এই বলো তুমি, কবে আমি
পারবো তোমায় একটু ছুঁতে

বলবো তোমায় আজকে আমি
একটি মেয়ের গল্প প্রেমের