Dukko Amar Bosot Vita

Dukko Amar Bosot Vita

Monir Khan

Альбом: Boro Aka Aj Ami
Длительность: 5:27
Год: 2018
Скачать MP3

Текст песни

দুঃখ আমার বসত ভিটা, দুঃখ চলার সাথী
দুঃখ আমার আঁধার রাতে নিভে যাওয়া বাতি

দুঃখ আমার বসত ভিটা, দুঃখ চলার সাথী
দুঃখ আমার আঁধার রাতে নিভে যাওয়া বাতি

সবাই যখন সুখের ঘুমে স্বপ্ন দেখে যায়
তখন আমার দুঃখগুলো কুঁড়ে কুঁড়ে খায়

দুঃখ আমার বসত ভিটা, দুঃখ চলার সাথী
দুঃখ আমার আঁধার রাতে নিভে যাওয়া বাতি

ক্ষণে ক্ষণে বুকের মাঝে দুঃখের আনাগোনা
দস্যু হয়ে মনের ঘরে দেয় যে শুধু হানা

ক্ষণে ক্ষণে বুকের মাঝে দুঃখের আনাগোনা
দস্যু হয়ে মনের ঘরে দেয় যে শুধু হানা

কোন সে দোষে হলো আমার
কোন সে দোষে হলো আমার এমন পরিণতি
দুঃখ আমার আঁধার রাতে নিভে যাওয়া বাতি

দুঃখ আমার বসত ভিটা, দুঃখ চলার সাথী
দুঃখ আমার আঁধার রাতে নিভে যাওয়া বাতি

জীবন খাতার প্রতি পাতা ভুলে ভুলে ভরা
তাই তো সুখের দুয়ার থেকে শূন্য হাতে ফেরা

জীবন খাতার প্রতি পাতা ভুলে ভুলে ভরা
তাই তো সুখের দুয়ার থেকে শূন্য হাতে ফেরা

পড়লো বুঝি শনির দশা
পড়লো বুঝি শনির দশা আমার বৃহস্পতি
দুঃখ আমার আঁধার রাতে নিভে যাওয়া বাতি

দুঃখ আমার বসত ভিটা, দুঃখ চলার সাথী
দুঃখ আমার আঁধার রাতে নিভে যাওয়া বাতি

সবাই যখন সুখের ঘুমে স্বপ্ন দেখে যায়
তখন আমায় দুঃখগুলো কুঁড়ে কুঁড়ে খায়

দুঃখ আমার বসত ভিটা, দুঃখ চলার সাথী
দুঃখ আমার আঁধার রাতে নিভে যাওয়া বাতি