Please Samle Nish (Valentine'S Edition)

Please Samle Nish (Valentine'S Edition)

Pratik Kundu

Длительность: 4:32
Год: 2021
Скачать MP3

Текст песни

জানিস এই মনটা আর আমার নেই
শুধু তোর কথা বলে
কোনও অচেনা দেশের অচেনা পথ
তোর সাথে গেছে চলে
সেইভাবে আমিও যাই হারিয়ে
বারেবারে ফিরে তাকালে
আর পাচ্ছি ভয় তোকে হারানোর
তুই চোখের আড়াল হলে
ক্ষণিকের আলাপের মন ভরে না
তোর দিকে তাকালে চোখ সরে না
ক্ষণিকের আলাপের মন ভরে না
তোর দিকে তাকালে চোখ সরে না
এ কী মায়াজালে বেঁধে দিলি রে বল
তোকে ছাড়া আর (তোকে ছাড়া আর) কে আছে আমার (কে আছে আমার)
তুই সাথে সাথে থাক আর হাতে রাখ হাত
তোকে ছাড়া, কে আছে আমার?
তুই সঙ্গে সঙ্গে চল আর সামলে নিবি বল
যেই ছুঁলি গোপনে আমিও হারিয়ে গেলাম
দুই দেশের সীমানায় পা আমিও বাড়িয়ে দিলাম
বাজে অভ্যাসের তুই বারণ
আর আমার হাসির তুই কারণ
বাজে অভ্যাসের তুই বারণ
আর আমার হাসির তুই কারণ
কেন সব কথায় অকারণ
তোকেই ছুঁতে চাওয়া
তোর সাথে দেখা অঞ্জলিতে
গল্পটা শাড়ি—পাঞ্জাবিতে
হাতেহাতে রেখে হারিয়ে যাওয়া
জানিস আমি ইচ্ছে করেই খুব রাগ দেখাই
তুই মানিয়ে নিবি বলে
জানিস আমি অকারণে খুব কষ্ট পাই
তুই কাছে টেনে নিবি বলে
জানিস এই মনটা আর আমার নেই
শুধু তোর কথা বলে
কোনও অচেনা দেশের অচেনা পথ
তোর সাথে গেছে চলে
ক্ষণিকের আলাপের মন ভরে না
তোর দিকে তাকালে চোখ সরে না
ক্ষণিকের আলাপের মন ভরে না
তোর দিকে তাকালে চোখ সরে না
এ কী মায়াজালে বেঁধে দিলি রে বল
তোকে ছাড়া আর (তোকে ছাড়া আর) কে আছে আমার (কে আছে আমার)
তুই সাথে সাথে থাক আর হাতে রাখ হাত
তোকে ছাড়া (তোকে ছাড়া) কে আছে আমার (কে আছে আমার)
তুই সঙ্গে সঙ্গে চল আর সামলে নিবি বল
Please please সামলে নিস
তুই আজ আমায় please সামলে নিস
Please please সামলে নিস
তুই আজ আমায় please সামলে নিস
Please please সামলে নিস
তুই আজ আমায় please সামলে নিস
Please please সামলে নিস
তুই আজ আমায় please সামলে নিস
Please