Etota Valobasi
Recall
3:41আমার আকাশ আজও মেঘলা এই ভোর, এই প্রহর আজও থমকে রয় তোমার অপেক্ষায় নিঝুম এই নিস্তব্ধতায় আজও আমি মিশে যাই তোমার রঙিন কল্পনায় ভেবে নেব তবে তুমি আমার এঁকে যাব তোমায় ধূসর রঙে আমার দু'চোখ আজও মেঘলা নিঃশব্দে বৃষ্টিরত আমার স্বপ্ন আজও দুঃস্বপ্ন অনুভূতি ক্ষত-বিক্ষত আলোর নেশায় আজও নিমগ্ন ক্লান্ত পথে হেঁটে যাই নিথর দেহ তোমায় খুঁজে ক্লান্ত আমার ভোর, আমার আকাশ তোমার মাঝেই মেশে অন্যথায় মেঘে ঢাকা আকাশ বৃষ্টি ঝরায় কান্নার ছুতোয় আমার দু'চোখ আজও মেঘলা নিঃশব্দে বৃষ্টিরত আমার স্বপ্ন আজও দুঃস্বপ্ন অনুভূতি ক্ষত-বিক্ষত আলোর নেশায় আজও নিমগ্ন ক্লান্ত পথে হেঁটে যাই নিথর দেহ তোমায় খুঁজে ক্লান্ত