Anondo Dhara Bohiche Bhubone
Rezwana Choudhury Bannya
4:19তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই কোথাও দুঃখ, কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ দুঃখ হয় হে দুঃখের কূপ মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ দুঃখ হয় হে দুঃখের কূপ তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে, আছে, আছে নাই নাই ভয়, সে শুধু আমারই নিশিদিন কাঁদি তাই হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে, আছে, আছে নাই নাই ভয়, সে শুধু আমারই নিশিদিন কাঁদি তাই অন্তরগ্লানি, সংসারভার পলক ফেলিতে কোথা একাকার অন্তরগ্লানি, সংসারভার পলক ফেলিতে কোথা একাকার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই