Chadni Poshorey
Selim Chowdhury
4:00বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর (বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর) বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়? (আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?) আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর (বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর) বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়? (আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?) আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়? আলতা রাঙা গায়ের বরন, দীঘল কালো চুল লাজুক লাজুক মুখ যেন তার ফোঁটা পদ্মফুল আলতা রাঙা গায়ের বরন, দীঘল কালো চুল লাজুক লাজুক মুখ যেন তার ফোঁটা পদ্মফুল বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায় (বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায়) বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায় ডাগর ডাগর চোখ যেন তার ভালোবাসার ঘর এক পলকে আমার বুকে তুলে প্রেমের ঝড় ডাগর ডাগর চোখ যেন তার ভালোবাসার ঘর এক পলকে আমার বুকে তুলে প্রেমের ঝড় একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায় (একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায়) একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নূপুর (বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নূপুর) বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নূপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়? (আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?) আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর (বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর) বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়? (আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?) আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?