Notice: file_put_contents(): Write of 623 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Shayan - Mukhosh | Скачать MP3 бесплатно
Mukhosh

Mukhosh

Shayan

Альбом: Matir Shathey Dosti
Длительность: 5:29
Год: 2021
Скачать MP3

Текст песни

তোমাকে যেমন ভাবছে সবাই
আসলে কি তুমি তাই?
আমি তো আমার মুখোমুখি হলে
দারুণ লজ্জা পাই

এই যে তোমার স্বচ্ছ দুচোখ
সবেতেই সাবলীল
অন্তরে আর বাহিরে তোমার
আদৌ কি আছে মিল?

আমার কিন্তু অগণিত পাপ
যত্নে লুকিয়ে রাখা
আমার কিন্তু অগণিত পাপ
যত্নে লুকিয়ে রাখা
অথচ দেখেছ মুখখানা কত
পবিত্রতায় মাখা
অথচ দেখেছ মুখখানা কত
পবিত্রতায় মাখা

হাসিতে তোমার সঞ্চিত আজ
যতখানি সরলতা
হাসিতে তোমার সঞ্চিত আজ
যতখানি সরলতা
মুখের বুলিতে বিদ্রোহ আর
সোচ্চার মানবতা
মুখের বুলিতে বিদ্রোহ আর
সোচ্চার মানবতা

যা কিছু মহান সুন্দর তুমি
রপ্ত করেছ বেশ
যা কিছু মহান সুন্দর তুমি
রপ্ত করেছ বেশ
তোমার মাঝেই শত সুন্দর
করে যেন সমাবেশ
তোমার মাঝেই শত সুন্দর
করে যেন সমাবেশ

কত সাধনায় মিথ্যে মুখোশে
মুগ্ধ করেছ বটে
কানে কানে তবু গোপন কথাটি
বলে যাই অকপটে
বন্ধু আমাকে বানাতে কিন্তু
পারোনি আহাম্মক
মনের ভেতরে দেখেছি তোমার
লোভী চকচকে চোখ

তোমাকে চিনেছি কেন না জানো তো
রতনে রতন চেনে
তোমাকে চিনেছি কেন না জানো তো
রতনে রতন চেনে
আমিও নষ্ট
ঘুণাক্ষরেও বুঝবে না দেখে শুনে
আমিও নষ্ট
ঘুণাক্ষরেও বুঝবে না দেখে শুনে

যত সাধনায় মুগ্ধ করেছি
মানুষের অন্তর
যত সাধনায় মুগ্ধ করেছি
মানুষের অন্তর
হৃদয়ে আমার ছিটেফোঁটা যদি
থাকত সে সুন্দর
হৃদয়ে আমার ছিটেফোঁটা যদি
থাকত সে সুন্দর

নিজেকে তখন মুগ্ধ চোখেই
দেখতাম অবিরত
নিজেকে তখন মুগ্ধ চোখেই
দেখতাম অবিরত
তোমার-আমার হৃদয় হতো না
মাকাল ফলের মতো
তোমার-আমার হৃদয় হতো না
মাকাল ফলের মতো

হিসেবের ভুল তোমার-আমার
মুখোশটা খুলে দিলে
ধরা পড়ে যাওয়া থতমত মন
লজ্জিত ঢোক গেলে

তাকালে যখন তোমার দুচোখে
সরাসরি সোজাসুজি
বন্ধু, তোমার বিন্দুমাত্র
লজ্জা করেনি বুঝি

নিজেকে করেছ আড়াল
মানুষ ঘেন্না করে না যেন
নিজেকে করেছ আড়াল
মানুষ ঘেন্না করে না যেন

বন্ধু, তোমার নিজেকে কখনো
ঘেন্না করেনি কেন?
বন্ধু, তোমার নিজেকে কখনো
ঘেন্না করেনি কেন?
বন্ধু, তোমার নিজেকে কখনো
ঘেন্না করেনি কেন?
বন্ধু, তোমার নিজেকে কখনো
ঘেন্না করেনি কেন?