Keno Je Tomakey ("Bismillah")

Keno Je Tomakey ("Bismillah")

Shreya Ghoshal & Soumyadip Murshidabadi

Длительность: 6:51
Год: 2022
Скачать MP3

Текст песни

কেন যে তোমাকে দেখি
ঘুমেরও পাশে কোথাও
স্বপ্নেরই নরম ডালে
বলো কেন রং ফোটাও?
আ... হারাতে হারাতে
কিভাবে যে পেয়ে যাই
তোমাকে... তোমাকে

কেন যে তোমাকে দেখি
ঘুমেরও পাশে কোথাও
স্বপ্নেরই নরম ডালে
বলো কেন রং ফোটাও?
আ... হারাতে হারাতে
কিভাবে যে পেয়ে যাই
তোমাকে... তোমাকে

ঘুমের দোরে দোরে
জোনাকির মতো জ্বলে
সকাল আসে আদরে
সে যে কার কথা বলে
আছ এই, হারালে
যেন সুর ছাড়া বাঁশি
তুমি সত্যি নাকি
আমি দোটানায় ভাসি
হারাতে হারাতে হারাতে
তবুও যে পেয়ে যাই
তোমাকে, তোমাকে

अलबेला साजन आयो रे
अलबेला सजन आयो रे
मोरा अत मन सुख पायो रे
अलबेला सजन आयो रे

ললিতা আছে কোথায়
বিশাখা উঠোন সাজায়
রাধিকা একাকিনী
কানু বিনে, পথ চিনে ফেরা
ফেরা কি যায়?
ওই ঘুমে রাখো রাখো ঘিরে
আদরে কি আছি রে
বাঁশি তোমাকে ছোঁয়ায়
সুরে সুরে আসো ফিরে
আসো ফিরে... আসো ফিরে

হুঁ... ঘুমেরও পাশে কোথাও
স্বপ্নেরই নরম ডালে
হুঁ... ও হারাতে হারাতে কিভাবে যে
পেয়ে যাই
তোমাকে... হুঁ... তোমাকে

ও, ঘুমের দোরে দোরে
জোনাকির মতো জ্বলে
সকাল আসে আদরে
সে যে কার কথা বলে
আছ এই, হারালে
যেন সুর ছাড়া বাঁশি
তুমি সত্যি নাকি
আমি দোটানায় ভাসি
হারাতে হারাতে হারাতে
তবুও যে পেয়ে যাই
তোমাকে, হুম তোমাকে
হুম... তোমাকে

अलबेला साजन आयो रे
अलबेला सजन आयो रे
मोरा अत मन सुख पायो रे
अलबेला सजन आयो रे